উদাস বায় মন ধায় কোন সুদূরে
রঙের মেলা প্রাণের খেলা আকাশ জুড়ে।
মেঘের দেশে মুচকি হেসে ঝলমলায় রোদ্দুর
দূর গায় তরু ছায় শ্যামল-কালো মাদুর।
বিটপি শাখে পাখি ডাকে আহা কি সুমধুর!
অন্তরীক্ষে মেঘ প্রাণের আবেগ ছোটে বহুদূর।
শিশুর হাসিতে আধো ভাষাতে খুশির মেলা
দুষ্ট মিষ্টি বালিকার সৃষ্টি পুতুল বিয়ে খেলা।
বড়শিতে খোঁট বৃদ্ধার রাঙা ঠোঁট নজর পানের ডিব্বায়
বৃদ্ধের কাঁশি মাছ ধরা নাশি সুখটান হুক্কায়।
নয়ন সমুখে মনের সুখে হেরি পুষ্প হাসি
গগনে মেঘ জলে ভেক ডাকে বানে ভাসি।
রাজহংসী দীঘিতে তরঙ্গ খেলাতে মেতেছে পদ্ম
পরম ভাগ্যে আনন্দ যজ্ঞে মম নয়ন নিবদ্ধ।