আমি যদি পাখি হতাম
থাকতাম ডালে ডালে
উড়ে যেতাম সমুদ্দুরে
সটান পাখা মেলে।

হতাম যদি রোদ্দুর আমি
পৌষ সকালের বেলা
কুয়াশার ঐ চাদর ফুঁড়ে
বসত হাসির মেলা।

হতাম যদি শিশির বিন্দু
ঘাসের ডগার পরে
হীরক রূপে ঝলক দিতাম
কচি নয়ন জুড়ে।

ইচ্ছে আমার হাসি হবো
কচিকাঁচার ঠোঁটে
যেমন করে ফুলের মেলায়
সব পাখিরা জোটে।