মাঝে মাঝে খুব ঝগড়া করার ইচ্ছে হয়
ঝগড়ার উপলক্ষও আছে নেহাৎ কম নয়
কিন্তু তার জন্যও তো একটা লোক চাই-
ঐ লোকটারই যে বড্ড অভাব।
তাই বলে ঝগড়া যে করি না তা কিন্তু নয়
ঝগড়া হয় তুমুল ঝগড়া, নিজের সাথে নিজের।
এটা ওটা ছুড়ে ফেলি দাঁত কটমট করে রাগ ঝাড়ি
পাগলের মতো মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হয়
আবার অজান্তে হেসেও মরি, অসহায় লাগে
বোকা বোকা কাজের শেষান্তে।
মাঝে মাঝে কাল্পনিক বিবাদে মেতে উঠি
কিশোর বেলায় যারে দেখেছি গাছের আড়ে থেকে
সে যেন হানা দেয় অকস্মাৎ-
হাজার অভিযোগের খাতা খুলে, বলে-
ভীতুর ডিম একটা! বলতে পারোনি একবার মুখ-খুলে
এমনিতে কত আড্ডা কত গান কত কথা অথচ-
আমিও ছাড় দেবার পাত্র না, বলে যাই একনাগাড়ে
কেন? তোমাকে বলিনি আমি কোনোদিন?
কতবার বলেছি! তিন শব্দের বাক্যটি হয়তো বলিনি
কিন্তু ইনিয়েবিনিয়ে, কতবার তোমাকে বোঝাতে গেছি
সে কথা অস্বীকার করতে পারো? নিশ্চয়ই না?
বুঝতে যে পারোনি তাও তো নয়। তবু তো কখনো-
থাক্ ওসব কথা - কী হবে ওসব বলে!
আচ্ছা- তোমার মনে আছে?
একটা গান তুমি গেয়ে শোনাতে -
"একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি"
আহা কী মধুর সে গান কী আবেগ কী তৃষ্ণা
কী প্রেম- সুখ - স্বপ্ন কী লগ্নমাধুরী ছড়াতে কন্ঠে!

সহসা সমিত ফিরে পাই, মন খারাপের গান রচি।
মাঝে মাঝে ফেলে আসা স্বপ্নেরা চরিত্র ধরে আসে
বিচ্ছিরি সব দাঁত বের করে হাসে
আমি তীব্র কটাক্ষের বান্ ছুড়ি ওদের পানে
ওরা সেসব গায় মাখে না,
আমি যে আমিই রয়ে গেলাম ওরা তার দায় নেয় না
আমি হিংসায় জ্বলে মরি ওদের তাড়া করে ফিরি
ওরা অট্টহাসিতে ফেটে পড়ে -
আমি হাত খুঁজি একটি বিশস্ত হাত
আর একটি ঝগড়াটে মন।