যবে স্থির চোখে চেয়ে থাকো মোর পানে-
  আমি বাঁধা পড়ি যুগল আঁখির ফাঁদে।
   তোমার নয়নে মোর ছবি ওঠে ভেসে
   গ্রহণ লাগে বুঝি নিবিড় কালো চাঁদে।
   তোমার চকিত চাহনি আমারে বিঁধে
     প্রথম প্রেমের প্রগাঢ় বিষের তীর-
ভাবাবেগে যেথা মিশে থাকে কাতরতা
সহসা প্রদোষ বেলা, ঝরে আঁখি নীর।
   এ অশ্রু মোরে সুখ এনে দেয় প্রাণে
  এর লাগি আমি প্রতীক্ষা করে থাকি
     নিয়ত মিশ্র অনুভূতি পেতে চাই
    তাই অকারণ  নয়নে নয়ন রাখি।
  কভু অনুরাগে যদি ভরে ওঠে মোন
অভিমানে তব আঁখিপাতে আসে জল
  ঢেউ যদি খেলে গহীন কৃষ্ণ কোণে
  মোর ভাঙা ছবি সেথা করে টলমল।
  যদিবা খুশির রোদ এসে পড়ে  কভু
     উচ্ছল ছল-ছল বর্ণিল হাসি
পলকে ফোটে রে আঁখির ঝলকে, আমি
   আবেগ তাড়িত হরষিত বানভাসি।