কে তুমি চেনা-অচেনা নাগরিক জীবনের পাখি
কে তুমি পরম স্নেহে সার্থক মোহে রাখ ঢাকি
তোমারে পরম প্রেমে দিনু এ ক্ষুদ্র উপহার
যতটুকু দিনু তার চেয়েও অধিক জেনো প্রিয়
                                     মোর এ কাব্য সম্ভার।।
নিতান্তই আমার বেদনা বারিধি হতে প্রিয়ে
মন্থন করে আনি যতটুকু সুধা তার সবি
                                 অঞ্জলি ভরি যাব দিয়ে।।
হৃদয় পত্রপুটে যদি পার ঠাঁই দিয়ো এরে
না পার তো ক্ষতি নেই ছুড়ে তারে ফেলে দিও দূরে
উপেক্ষা এখন যে গায়ে মাখি না বোকার মত
নিজের মধ্যে থাকি, কবিতার সাথে বাঁধি ঘর
                                কবিতা দিয়ে জুড়াই ক্ষত।।