উড়ো প্রেমের চিঠি ভাসে
নীল আকাশের গাঁয়
হরেক রঙের পাখা মেলে
কোন্ সুদূরে ধায়?

কত কি যে লেখা তাতে
গদ্যে পদ্যে-ছন্দে!
কান্না হাসির নানা বাহার
অল্প ভালো-মন্দে।

কোনোটাতে আছে শুধু
হৃদশিকারের ছবি
কোনোটা'বা আগাম জানায়
আসছে প্রেমের কবি।

কোনোটা হায় চুমোয় ভরা
পরিণত প্রেম-
ওপাড়েতে কি জানি কার
জ্বলে যৌবন হেম।

কোনোটা হায় হৃদয় ভাঙ্গা
নয়ন জলে লেখা
এই চিঠিতেই শেষ হলো সব
আর হবে না দেখা।



রচনাকাল: ৪/২/২৩খ্রি.