আমার একটা নদী ছিলো,
যাকে নিয়ে দিন-রাত স্বপ্ন বুনতাম
নদীতে সাতার কেটেই দিন কাটাতাম।
আমার একটা নদী ছিলো,
কৈশরে দেখিছি নদীটির হিংস্রতা
যা বর্ষায় হানা দিতো নদী পড়ে...।
আবার শুষ্ক মৌসুমে দেখেছি সেই নদীর উদারতা
নদীর বুকে ভেসে উঠতো ধূ ধূ চর,
সেই চরে কৃষক চাষ করবে সবুজ ফসল।
আমি কৈশর ফেরিয়ে যখন যৌবনে পা দিলাম,
দেখলাত নদীটি কেমন যেন হয়ে গেল
ধীরে ধীরে নদীটি তার রুপ পাল্টাতে শুরু করলো,
নদীটি এখন আর তার হিংস্রতা দেখায় না,
সে এখন তার নাব্যতা হারিয়ে ফেলতে শুরু করছে।
যৌবন পেরিয়ে আমি যখন বায়োজৈষ্ঠ্য বয়সে পা দিবো
হয়েতো সেদিন আমার প্রিয় নদীটিকে আর খুঁজে পাবো না
হয়তো নদীটি সেদিন ইতিহাস হয়ে থাকবে।