কবিতা লেখা হয়না অনেক দিন, অনেক দিন
অক্ষরের মালা ছিড়ে হয়ে গেছে এলোমেলো
কলমটা আগের মত দেখায়না মেঠো পথ
আহত হয়েছে কাগজের হৃদয় জমিন,
চিন্তার বাড়িতে বিষ পিঁপড়ের বাসা বড় হচ্ছে দিনে দিনে
সূর্যের উত্তাপে স্বপ্নেরা ঘেমে একাকার-
তাই কবিতা লেখা হয়না অনেক দিন, অনেক দিন।


সভ্যতার বিবর্তনে সময় হয়েছে বিরান
কালের নদীতে ডুব দিয়েছে ভাললাগা ভালবাসা
মনের ডানাতে আটকে আছে প্রয়োজনীতার জ্বলন্ত অঙ্গার
তাই কবিতা লেখা হয়না অনেক দিন, অনেক দিন।


যবে থেকে ধরেছিলেম তোমার দুটি হাত
অন্তরের দীঘিতে হয়েছিলেম পানকৌরি
অভীসারে কাঁপা ওষ্ঠাধরের যুগলবন্দি
চোখের তীঁরে আহত হল আমার দু’টি চোখ
তবে থেকে শব্দেরা নিয়েছে গ্রীষ্মের ছুটি
তাই কবিতা লেখা হয়না অনেক দিন, অনেক দিন।