ব্যর্থ হওয়ার বিষের জ্বালা কে নিতে চায় বল?
ভালবাসা যদি করে নিজের সাথেই ছল।
বিশ্বাস কে হত্যা করে
প্রেম ডুবালি চিরতরে
খুন হলি তুই আপন ঘরে
কি রবে গো মরার পরে?
এই জীবনে চাষ করেছিস ব্যাথার নিলোৎপল
ব্যর্থ হওয়ার বিষের জ্বালা তুই নিতে চাস, বল?


শেকড়কে আকড়ে ধরে চাইছি হতে বড়
তবু কেন কান্ডখানা করছে পর-পর।
যেখানে যা জড়িয়ে ধরি
খানিক বাদে যায়’গো ছাড়ি
জীবন হাটে নোঙোর গাড়ি
পিয়াস মেটাই কারন বাড়ি
ছায়ার পিছে না ছুটে মন আলোর পথ’টি ধরো
শেকড়কে আকড়ে ধরে চাই’গো হতে বড়।
সত্যিকারের মিথ্যা ছিল তোমার ভালবাসা
হয়ত একদিন হবেই ঠিক এটাই ছিল আশা।
আমি ছিলাম পুরোটা ভুল
হারিয়েছি জীবনের ফুল
মিথ্যা তোমার ধরেছে মূল
আর পাবেনা সত্যের’ই কূল
ভালবাসার নেই কোনো দাম, ইন্দ্রিয় সুখ খাসা
সত্যিকারের নোংড়া ছিল তোমার ভালবাসা।


আলোর পথটি ছেড়ে ও তুই ধরলি ছায়ার হাত
গড়ল ভালবাসা পেয়ে রঙীন নেশায় কাত।
সুস্থ্য জীবন চিনলিনা’রে
তুচ্ছজ্ঞান করলি তারে
ধরলি যাকে অন্ধকারে
সে যে তোর আপন না’রে
তোর সাথেও আমার জীবন করলি যে বরবাদ
আলোর হাতটি ছেড়ে ও তুই ধরলি ছায়ার পথ!


ভুল যদি হয় বারে-বারে রয়না’তো ভুল আর
পাপের দেশে হারিয়ে গেলি নেই’তো খবর তার।
কিসের জন্য চাইবি ক্ষমা?
তুই’যে ছিলি প্রিয়তমা
গায়ে ছিল কামের জামা
থামলি না’তো নিচে নামা
এখন বলিস বাঁচাও মোরে প্রাণ হয়ে যায় বার
ভুল যদি হয় বারে-বারে , হয়না ক্ষমা তার।


আমার কাছে নেই কোনো পথ রাখতে তোমায় ধরে
দেখিয়েছিলাম আলোর পথ তোমার জীবন ভোরে।
আমায় তুমি পায়ে ঠেলে
স্বপ্ন দেখ চক্ষু মেলে
ফূর্তি করো শরির জ্বেলে
শেষ হয়ে তায় কি সুখ পেলে?
ভালবাসা বিহীন যদি যাওগো তুমি মরে
আমি বন্ধু পারবোনা’তো রাখতে তোমায়