আমার কালো ব্যাগের গোপন কুঠুরিতে আজও অঘোরে ঘুমুচ্ছে তোমার সাদা চিরুনীটা।
প্রথম থেকেই কিছুটা নোংড়া ছিল তবুও করিন পরিষ্কার,
যদি গন্ধ চলে যায়! তোমার চুলের গন্ধ!!
যে গন্ধে আমি বহু মানুষের ভীরে তোমায় চিনেছি অকপটে।
কত দিন তোমার চুলে চুমু খেয়েিছ অনিন্দ্য ভালবেসে!
এ সুবাস আমাকে দেখিয়েছে ভালবাসার রঙীন স্বপ্ন,
এ সুবাস নির্মাণ করেছে তোমার আমার সময়ের পথ।
এ সুবাস অতিক্রান্ত করেছে শত ভুল শত অন্যায়ের আগ্নেয় লাভা,
এ সুবাস আমাকে দেয় যৌবনের বারতা
তাই আজও পরিষ্কার করিনি তোমার সাদা চিরুনী'টা।


হয়ত দিনের আলোয় হারিয়ে যাবে মধুর চন্দ্রিমা রাত
হয়ত ভ্রম ছিল সাত রঙ মেশানো স্বপ্ন;
হয়তবা মিথ্যে ছিল ভালবাসা কিনবা অভীমান
আমার কাছে কিন্তু সাদা চিরুনীটা'ই বাস্তব।
কখনো পিঠে,আবার কখনো বা বুকে জড়িয়ে খেলছি নতুন খেলা
পরাভব স্মৃতি আমাকে করে পরাধীন,
তবু ধুইনি তোমার চিরুনীটা।


ওখানে মিশে আছে আমার অস্বিত্ব আমি দিবনা হতে তাকে বিলিন,
ওখানে মিশে আছে আমার যৌবন তাকে যেতে দিবনা বার্ধক্যের দেশে
তাই আজও পরিষ্কার করিনি তোমার সাদা চিরুনী'টা।