নতুন স্বপ্ন আহবানের আড়ালে


সুপ্ত চেতনা জাগ্রত হৃদয়ের বন্দরে


অতৃপ্ত ভরা ক্ষনটাকে


বেঁধে রাখ কেন বিষন্ন মনো বিনা তারে।


জীবন থেকে খসে যায়


অদেখা ধ্বংস স্তুপের গ্লানি


পরম আড়ালে ঢেকে রাখা


সপ্ত সুরে গড়া জোয়ার ভাটার খেলা।


ব্যর্থতার মাঝে উড়াব না হাহাকারের নিশান


ধরে রাখবো না আর হৃদয়ে নির্জীব চমক।


কুসমের মাঝে কীট হবে বাসের অযোগ্য


স্বপ্নের মাঝে দীনতা ঠাঁই হীন


রোদের মাঝে অকারন বর্ষন মূল্যবান


তবে কেন বৃথা তোমার জন্য এ চোখ করবে ক্রন্দন।


(সম১৬-০৬-২০১৭)