মনের গহিন কোনে


টুকরো সুখের মূহুর্তরা


কেবল পারিয়ে বেড়ায়ে,এড়িয়ে যায়


অামি তার নাগাল পাই না।


অকারণ কৃত্রিমতায়


তোমার বিচরন ক্ষেত্র ক্রমশ বহতা নদী


একলা ছুঁতে চাই


কিন্ত পিপাসা নিবারণ হয় না।


রোদেলা দুপুরে নির্জন তার সিড়ি ভেঙ্গে


খেয়ালী প্রেমের সংলাপ


আমাকে গ্রাস করে


স্মৃতিকাতর ছোট শামুকের মত গুটিয়েে


এক কোণে নিরবিচ্ছিন্ন একা।


সময়ের সন্ধিতে দাঁড়িয়ে


বাহারি বসন্তের নব কলেবর হাতছানি দেয়


সব বাঁধা মাড়িয়ে,সীমানা ছাড়িয়ে


অবিন্যস্ত এলিয়ে পড়ে টুকরো হাসির দোলাচল


বোকাদের সৌধে ফাটল ধরায়


খেয়ালী চালাকীর রঙ্গিন কারিগর


জটিল ধাঁ ধাঁ মেলাবার সাধ্য কার?


(মি-২৬-০৪-২০১৭)