যখন মান অভিমানের পালা শেষ
যখন আমার হৃদয়ের গন্ধ তোমাতে পেলাম
যখন ফাল্গুন এলো সৌরভের ডালি নিয়ে
নিজের দিকে তাকিয়ে দেখি ।
আমি নেই আমাতে, আমি আছি তোমাতে
অনেক আপন জনের মধ্যেও
আমি সুপ্রতিষ্ঠিত তোমার হৃদয়ে।
অমানিশার অন্ধকারে উঠেছে মধু চন্দ্রিমার
একফালি চাঁদ ।
অপলক নেত্রে চেয়ে আছো
নক্ষত্র খচিত দুর আকাশে
কল্পলোকে খুজতে প্রিয়জনকে ।
যেমন খোঁজে ভাবুক অন্ধকারে,
কিন্তু যখন সত্বা ফিরে এলো
সবুজ দূর্বাদলে দেখলাম ব্যাথার হাসি ।
পৃথিবীর গন্ধ পেলাম নিশিথের স্বপ্নে
কোকিলের কন্ঠে শুনলাম ক্রন্দনের সুর ।
অনুভব করলাম জীবনটাই বড় ভূল
আর বাস্তব বড় কঠিন।