যাকে আমি ভাল বাসি
থাকে খুঁজি আমি আপনাতে।
আমার হৃদয়ের কান পেতে শুনি
তার হৃদয়ের অব্যক্ত অনুভূতি ।
আমি আধ ফোটা একটি গোলাপ কে ভালবাসি
সেখানে আমি আমার হৃদয়ের গন্ধ পাই
তার হৃদয়ের মন্দিরে।
অপরৃপ মাধুরীতে মন তাই পেতে চাই তাকে অপরুপ সাজে
একটি চঞ্চল পাখিকে আমি বার বার দেখি
আমার মনের কথাটি বলে যায়।
আমারই সুরে-সকাল সন্ধ্যায়
কতবার নেচে যায় আমার আঙ্গিনায়,
আবার ডানায় ভর করে উড়ে যায়
দুরে বহু দুরে-নীল আকাশের কোলে
তাই তারে এত ভাল বাসি
হৃদয়ের সব টুকু মাধুরি দিয়ে ।
শিশির পবিত্রতার প্রতীক যার
শব্ধে আমার ঘুম ভাঙ্গ না
যার স্থায়ীত্ব ক্ষন কাল- কিন্ত রেথে যায়
সমস্ত দিনের প্রেরনা।
সকালের দূর্বা দলের হাসিতে,ওকে আমি ভালবাসি
আপনার অনুভূতিতে।
২৪/০৩/২০১৭