চলো হারিয়ে যাই কোথাও
সেখানে গ্রীষ্মের প্রচন্ড উত্তাপে
পরস্পরের হাত ধরে হেঁটে বেড়াবো।
এসো, আমার হাত ধরো-ভয় পেয়োনা,
আমি কস্ট দেবো না,।


শুধু হাঁটতে হাঁটতে তোমাকে ছোঁবো
তোমার উড়ন্ত চুল গুলো আমার কপালে আঘাত করবে।
হযতো বা তোমার ওড়না টা আমার বুকের উপরে থাকবে
ভয় পেয়ো না তোমায় নষ্ট হতে দেব না।
শুধু গ্রীষ্মের প্রচন্ড উত্তাপে তোমার আলতো ছোঁয়া
একটু শান্তি পরশ বুলিয়ে দেবে মোদের হৃদয়ে।
হযতো বা বিখেয়াল বশতঃ তোমাকে ছুঁতে পারি
তবে তোমায় নষ্ট হতে দেবো না।
হযতো তোমার ঠোঁটে ভালবাসার একটা চম্বুন আঁকতে পারি
তবুও তোমাকে নষ্ট হতে দেব না।
এসো চলে এসো আমার হাত ধরে
হয়তো বা আবেগ বশত আমাকে জড়িয়ে ধরতে পারো
তবুও তোমাকে নষ্ট হতে দেব না।
হযতো তোমার চোখ আমাকে অনেক কিছু বলতে পারে
হয়তো বা তুমি আমাকে বাহু ডোরে বাঁধতে পারো
তবুও তোমাকে নষ্ট হতে দেব না।
হয়তো বা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে
কোন এক গাছের তলায় নিদ্রা মগ্ন হতে পারি
হযতো বা তুমি ঘুমের ভরে আমাকে জড়িয়ে ধরতে পারো
হয়তো বা চাইতে পারো অনেক আদর সোহাগ
আমিও দিতে পারি,তবুও তোমাকে নষ্ট হতে দেব না।
হযতো বা মনের অজান্তে তোমার নীলাভ ঠোটের
সমস্ত রস আমি চুষে নিতে পারি,তবুও তোমাকে নষ্ট হতে দেব না।
তুমি চলে এসো আমার হাত ধরে।