বিদায়ী বসন্তের রঙ্গিন হাসি টুকু
গায়ে মেখে তুমি এলে হে বৈশাখ
মেঠো বাউলের সদ্য তোলা সুরে
আমার ঘুম ভাঙ্গিয়ে বললে,সুপ্রভাত।
বিষন্ন প্রকৃতির বিদায়-বার্তা রচিত হল
আমার চেনা পাখিটি নতুন ভোরের গান শোনাল
কিশলয় আর ঠোঁটের কোনের
চকিত হাসির চমকে
নতুন ভোররকে সুপ্রভাত বলল।
রুক্ষ প্রানের মলিনতার বিসর্জন
রচিত হোক দিকে দিকে
তোমার পদ ধ্বনিতে
মুখরিত হোক আমাদের প্রাঙ্গঁন
তোমারই মঙ্গল আরতিতে।
প্রতীক্ষারত ধরনী তলে
সিঞ্চিত কর তব আশীষ-রবি
নতুন বছর আসছে,তাকে
যত্ন করে রেখো
স্বপ্নগুলো সত্যি করে
ভীষন ভাল থেকো।