তোমার বিষম বিশ্বাসের তপ্ত নি:শ্বাস
আমার বাতাস কে বিষময় করে তোলে
নিশ্বাস নিতে পারে না আমার দরদী হৃদয়।
হাঁসফাঁস করে,ডুকরে কেঁদে উঠে,গুমরে মরে
অক্সিজেন মাস্কেও আজ বারুদের গন্ধ।
কচিকাচা প্রাণ গুলো
তোমার ইচ্ছার দাবানলে পুড়ে ছাই।
তোমার বিশ্বাস শুধু হাতিয়ার করেছো
আঘাত হেনেছ,রক্ত ধারায় স্নান করিয়েছ
আমার শিল্প সুষমা নান্দনিক কাব্য কথাকে।
পায়ে মাড়িয়ে যাও তুমি
আমার আহার নিদ্রা ভয়।
তুমি সঠিক ইতিহাস লিখতে চাও
কলঙ্কের কালি দিয়ে
তোমার বিশ্বাসী ইতিহাস
কোনদিন সাক্ষ্য দেবেনা-তোমার শুচিশুভ্রতাকে।
(মি-১৫-০৪-২০১৭)