আজকের সন্ধ্যাটা দারুন ছিল
তোমার গানে মুখরিত চারপাশ সত্যিই অসাধারণ
সুরের মূর্ছনা দোলা দিচ্ছিল হৃদয়েরর অনুভবে আর ভালোবাসার প্রগাঢ়তায়।
আজ সন্ধ্যার শুরুটা হয়েছিল তর্কে আলোচনায়
তবে একটা বিষয় লক্ষ্য করেছি একটুতেই অনেক
রেগে যাও তুমি! রেখে গেলে যদিও সুন্দর দেখায়। বিশ্বাস আর ভালোবাসা এই দুটো বিষয় নিয়ে আলোচনা -
তুমি বললে বিশ্বাস আর ভালোবাসা এই দুটো বিষয় এখন নেই আগের মতো "ভালোবাসলে শুধুই কষ্ট পাবে, বিশ্বাস করবে তাহলে ঠকবেই "
আমি বলি ভালোবাসা ছিল যেমন এখনো আছে আগের মতো, বিশ্বাস করেই বিশ্বাস অর্জন করা যায়
তুমি যদি ভালো না বাসলে বুঝবে কেমন করে সেখান ভালোবাসা আছে?
ভালোবাসার কাছে যদি পরাজিত হবে সেটাই ভালোবাসা
ভালোবাসার কাছ পরাজিত না হয়ে থাকলে তাহলে কেমন করে বলবে সেটাই ভালোবাসা?
বিশ্বাস তোমাকে করতেই হবে কারণ বিশ্বাস মানুষকে স্বপ্ন দেখায়।
সত্যিকার অর্থেই আজকের সন্ধ্যাটা এলো শুভ সন্ধ্যা হয়ে আর তুমি মুগ্ধতায় ভরিয়ে দিলে গানে আর আলোচনায়।