আমি বিপ্লবী কবি হতে চাই
প্রিয়তমা,
লিখতে বিপ্লবের কবিতা সাম্যের জন্য,
কবিতাই আনবে প্রগতি,
সাম্যের গানে গেয়ে উঠবে চারদিক।
অনাচার অবিচার শেষ হয়ে যাবে ফিরে আসবে সুদিন
থাকবেনা মানুষে মানুষে ভেদাভেদ।
বিপ্লবী কবিতা সাম্যের পথে শিশির বিন্দু মেখে দেবে
সোনালী রোদের হাসিতে গাইবে গান কৃষাণী
কৃষক ফলাবে স্বপ্নের ফসল।
আমি বিপ্লবী কবি হতে চাই প্রিয়তমা
লিখতে বিপ্লবের কবিতা।