আজ কেন এলে কালো রঙের শাড়িতে,
কালো রঙের টিপ কপালে
হাসিমাখা যদিও প্রাণবন্ত তুমি
তবুও কেন কাল রঙে রাঙালে চারদিক!
যদি প্রশ্ন করি তুমি কী আসলেই আজ প্রাণবন্ত?
নাকি এসেছো তুমি তোমাকেই লুকিয়ে
লুকিয়ে রাখছ নিজেকেই!
দুঃখ গুলো লুকিয়ে রেখে আমরা নিজেই সঙ সাজি
সাজতে চাই কোথায় সাজতে সয় সঙ।
জীবন এক নাট্যমঞ্চ এখানে সবাই কমবেশি অভিনেতা
আর তুমি না হয় বিরাট অভিনেতা
হয়েই অভিনয় করলে
আমরা সবাই মুগ্ধ হয়েই উপভোগ করলাম!
অথচ কেউ তোমাকে দেখতেই পেল না
কষ্ট কে হৃদয়ে আলিঙ্গণ করে সুখকে দেখালে তুমি;
এভাবেই যায় জীবন নিয়ে যেতে হয় চলমান জীবনে
জীবন নদীর মত আর নদী জীবনের মত
আমরা সবাই প্রবাহিত নদীর মত।।