কার জন্য অপেক্ষা তোমার সুনন্দিতা
অপেক্ষা যদি স্বপ্ন না দেখায়,
আলোকময় দিন না আনে প্রান্তিক মানুষের তবে স্বপ্ন দেখে আর দেখিয়ে লাভ কী বলতে পারো?
স্বপ্ন এবং মানুষ দুজন দুজনার পরিপূরক,
একটি না হলে কেউই এগুতে পারেনা।
সৃজনে আনে কল্যাণ, কল্যাণ আসে শান্তিময়তা নিয়ে যে কবি প্রথম স্বপ্ন তোমাকে দেখিয়েছিল সে আজ সমাজ ও সংসার এমনকি জীবীকার জন্য ছুটেন প্রতিমুহূর্ত যার প্রিয় মা অপেক্ষায় থাকে গ্রামের পথ চেয়ে খোকা তার বাড়ি ফিরবে একমুঠো খাওয়াব রান্না করে;
প্রিয় মা স্বপ্ন এবং বাস্তবিক দুটোই শিখিয়েছে সন্তানকে।
অপেক্ষা কার জন্য বলতে পারো সুনন্দিতা?
যে স্বপ্ন নিয়ে আমাদের এই পথ চলা, জীবন জয়ের শুভমুহুর্ত অনুভব করে জয় করি প্রিয়জনকে আপনকে, তাকে কি করে ভূলে যাই!
মানুষ হিসেবে নিজেকে কতটুকু মানুষ হয়ে সমাজসংস্কার কাজে আত্মনিয়োগ করি হিসেব করে দেখে কি মানুষ?
কার জন্য অপেক্ষা তোমার সুনন্দিতা
অপেক্ষা যদি স্বপ্ন না দেখায়,
আলোকময় দিন না আনে প্রান্তিক মানুষের তবে স্বপ্ন দেখে আর দেখিয়ে লাভ কী বলতে পারো?