বৃষ্টি আসলে আসুক
ভিজুক বকুলের মালা
তবুও অপেক্ষা কিংবা একটু স্বপ্ন দেখা
বৃষ্টি আসলে আসুক
ভিজলে ভিজুক মন
প্রশান্তি আনুক দেহে রক্তের শিরায় শিরায়!


অপেক্ষা এ এক স্বপ্নের সিঁড়ি
যা তুমিই আমায় হাঁটিয়ে ছিলে প্রথম
নীলাম্বরী!
আজও সেই স্বপ্নের ঠিকানা খুঁজি
যে স্বপ্ন তুমিই প্রথম দেখিয়েছিলে!


কতটা পথ হেঁটেছি আজও হিসেব করিনি
যে পথে তুমিই প্রথম আর
সেই পথ ধরে রাতের আলোকময় পূর্ণিমাতে
বৃষ্টির স্নান শেষে ঘাসের উপরে দুজন পা ফেলি!"