(উৎসর্গ: সুমনা সাহা সাথী)


জানালা খুলে চেয়ে ধুলি
এসে পড়ে চোখের ভেতর,
সবুজ গাছগুলো হলুদ মনে
হয়, বুকের ভেতর বেঁজে উঠে
বিষাদ সুর।
তুমি হয়তো ভাবছো ভুলে
আছি!
পাহাড়ের উপর আকাশ
আমি ভুলে আছি;
সবুজময় স্বপ্ন
এখানে অস্তিত্বহীন নয়,
তারপরের অপেক্ষা
ছোট ছোট স্বপ্ন,
আমি আমাকেই বলি আজ
বৃষ্টি আসুক ভিজিয়ে দিক
চারপাশ।


_________
লালমনিরহাট
২০.০৪.২০২৪