এই শহর এই জনপথে
এসেছে গ্রাম কিংবা কাদামাটি মাড়িয়ে মানুষ
এখানে মানুষ মানুষকে কাছে টানে...
মানুষ মানুষকে বিভ্রান্ত করে
ব্যস্ত নগর খেটেখুটে ফিরে শ্রমিক, মজুর আর বাসের হ্যাণ্ডেল ধরে চিৎকার করে মানুষকে পোঁছে দেয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
তাকিতে থাকে ব্যস্ত নারী হাতে টিফিনকাড়ি যে সকালে খাবার নিয়ে কাজে বের হয়েছিল।
সময় নেই তাই সবাই ব্যস্ত; ব্যস্ত নগরী এখানেই ব্যস্ত মানুষ।