চাঁদ ছুঁয়ে ছিল অরণ্যকে এঁকেছিল রক্তেমাখা  আলপনা শরীরের প্রতিটি ভাজে।
চমকে উঠে অরণ্য!
আজ রাতে এ আবার কোন সুখ আমি অনুভব করছি চাঁদের কাছ থেকে!
মাধুরীর সব রঙ তবে ছিল আলপনায়?
আমি যে আনন্দময় সুখ অনুভব করলাম সে কেন আগে অনুভব করিনি
তাহলে কী আজ আমি পরাজিত হলাম চাঁদের আলতো ছোঁয়ায়?
অরণ্য ঢলে পড়ে কামনা সিক্ত আহবানে
ছুঁয়ে দেয়ে চাঁদকে প্রশান্তির কামনায় একটি একটু করে....
এখন আরো আলোকিত চাঁদ অপরূপা, রূপের ঝলকানি ছড়িয়ে আলিঙ্গনে মক্ত দুজনা।
এক সময় শেয হতে থাকে রাত প্রশান্তির কামনাও থেমে যায় অরণ্য চাঁদের মুখে তাঁকিয়ে বলে উঠে আমি আনন্দিত তোমার স্পর্শে মধুমাখা ভালোবাসা নিয়ে ফিরে যাচ্ছি।
চাঁদ তাঁকিয়ে দেখে অরণ্যকে হাসে বিশ্বাসে পূর্ণতায়.....।