আমার চলে যাওয়া যদি
তোমাকে সুখময় অনুভুতির স্পর্শ দেয়
তাহলে আমি চলে যাচ্ছি
যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাব
ভেবনা আর কোনদিন ফিরে আসবার কথা ভাববো।
ফিরে এসেছিলাম থাকবার জন্য
হৃদয়কে জয় করে এনে দিতে তোমার সমস্ত চাওয়া
আমি মিছে স্বপ্ন দেখেছিলাম
মিথ্যে আশায় জেগেছি রাতের পর রাত
কতগুলো বসন্ত অপেক্ষায় থেকেছি, কতগুলো রাত নির্ঘুম কাটায়ে
ভেবেছিলাম সব ভুলে কাটিয়ে দেব আছি যে কদিন
আলিঙ্গনে
বিশ্বাসে
অনুভুতিতে
আর সুন্দর আগামী গড়বার প্রত্যয়ে...
আমি ভুলেই গিয়েছি
সেই দিনগুলোর কথা!
ভুলে যেতে চাই
হাতে হাত রেখে হেঁটে যাওয়া কিংবা পাড়ি দেয়া সেই সময়।
কোন অনুযোগ অভিযোগ নয়! যেভাবে ছিলে থাকইনা
আর আসবেনা আমার জীবনে কোন বসন্ত
অভিশাপ তুমি দিতেই পার
অনুযোগ তুমি করতেই পার, আমার বিরুদ্ধে?
না আর কোন অভিসারে ডেকোনা
ডেকোনা কোন স্বপ্নময় দিনে
যেখান থেকে এসেছিলাম ফিরে যাব আমার অন্ধকারময় ঘরে
যে আর কোনদিন আলো জ্বলবেনা
যে ঘরের বারান্দায় দাঁড়িয়ে আর কোন প্রেমিক-প্রেমিকা পূর্ণিমারাতে
আলোকিত হবে না, আর কোন রাতে ভিজবেনা জোছনার প্লাবনে।
ভেবনা বৃষ্টিস্নাত বিকেলে দরজায় তোমাকে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হবে না কিংবা প্রখর রোদে পুড়ে যাওয়া শরীরে সুগন্ধ যুক্ত পাউডার মাখাতে হবে!
ভালো থেকো অনেক ভালো! যেখান থেকে এসেছিলাম ফিরে যাচ্ছি সেখানেই।।