প্রিয় প্রাণবন্ত কবি নাসরিন সিমি'কে


এ যেন হঠাৎ বৃষ্টি এসে দোলা দিয়ে চলে গেল
হ্যাঁ সেরকম মনে হচ্ছিল বারবার আমি চিন্তে না পারলেও তুমি কবি প্রথম দেখায় চিনে ফেললে?একটু আশ্চর্য হয়ে গিয়েছি চমকে দিয়েছো তুমি।
একুশের বইমেলা বাঙালির প্রাণের উৎসব সকল বয়সি মানুষ মিলেছে মেলায় আসলেই
এখানে প্রাণ আছে কেউ না এসে বুঝবেনা।
যদিও একুশে মেলায় আসি অনেক আগে থেকেই কিন্তু আজ সত্যিই চমকে দিলে তুমি তাইতো তোমায় একটা উপাধি যোগ করেছি "প্রাণবন্ত কবি" কি ভালো হয়নি?  তবেই প্রিয় কবি আজ থেকে না হয় এনামেই ডাকলাম। কতটা আন্তরিক হলে কাছে আসা যায় কতটা প্রাণবন্ত হলে চারদিক আনন্দে আন্দোলিত করতে হয় সেটা বুঝেছি যদি না তোমার কাছে আসতাম। যাপিত জীবনের সবগুলো কাজ ঠিকঠাক করেই তবেই সাহিত্য কর্ম সাধন সেটা সবাই পেড়েছে কজনা? কিন্তু কি দারুন ভাবে করে যাচ্ছ তুমি এখানে আমার একটু হিংসুটে হতে ইচ্ছে করছিল! তবে তুমি কবি কল্পলোকের ঈশ্বর বিস্তৃত তুমি কবিতায় আমি প্রেমিক তোমার কাব্যিক প্রকাশে।