না এখন আর নতুন কোন স্বপ্নে বিভোর হব না
নতুন স্বপ্নে আঁকবো না তোমায়!
ছিলাম একা ভালোইত
দূরে থেকে তুমি যদি জয়ি হতে পার
তাহলে আসবে কেন আমার শুভময় দিনে?
এখন আর স্বপ্ন দেখিনা নতুন কোন স্বপ্নের বীজ বপণ করবো না
যখন তোমায় দেখেছিলাম ভালোবাসার আলিঙ্গণে তুমিইতো দেখিয়েছিলে স্বপ্ন প্রগাঢ় ভালোবাসার!
জীবনের শুভদিন আর নাই আসুক
জীবন জয়ের গান আর নাইবা গাইলাম
একা আছি এইতো বেশ আছি।
তুমি দূরে থেকে জয়ি হও
শুভময় দিন তোমায় আলিঙ্গণ করুক
উদ্ভাসিত সূর্য আলোয় আলোকিত হও তুমি।
আর কোন পূর্ণিমা আলোময় রাতে ভিজবোনা জোছনার প্লাবনে কিংবা কুয়াশার সিক্ত হবেনা তৃষ্ণার্ত হৃদয়
পতিত জমির মতো পরে থাকবে জীবন এখানে কেউ আসবেনা ফসল ফলাতে...
একা শুধুই একা জীবন চলে যায় জীবন থেকে জীবনে।।