আজ হঠাৎ তোমার সাথে দেখা
তুমি দাঁড়িয়ে ছিলে দীঘির পারে
তালগাছের ছায়ায় হাতে ছিল
তোমার সেই ব্যাগ
প্রাণবন্ত তোমার উপস্থিতি...
থমকে গেলাম আমি! তুমি এখানে?
একটু দূরে ছিলাম আমায় তুমি দেখতে পারোনি।
ভাবছি তুমি কী কাউকে খুঁজছো?
সত্যিই তাই চারপাশ তাঁকিয়ে দেখছো খুঁজেই যাচ্ছো।
আমি আনন্দিত হয়ে মনে মনে ভাবছি;
দেখি না সামনে গিয়ে যদি আমাকেই খুঁজতে আসে!
এগিয়ে গেলাম দু'পা
আর ঠিক তুমিও আমায় দেখে ফেললে!
দৌড়ে এসে দাঁড়ালে বললে -
আমি তোমার কাছেই এসেছি শুধুই তোমাকে দেখার!
হঠাৎ সুখময় অনুভুতি
আমাকে স্পর্শের বাতাস দোলা দিল
আনন্দিত হল চিত্ত
সত্যিই আমি আনন্দিত!
আমি কিছু বলবার আগেই তুমি বললে -
আমার কাছে তুমি কী লুকিয়ে থাকতে চাও?
আমি অবাক হয়ে যাই;
বলি কেন যে মিছে ভাবছো?
লুকাবো কেন!
আমিতো আছি তোমার পাশে আমাকে ছুঁয়ে দেখো।
না আজকাল তুমি লুকিয়েই থাকছো!
আমার চোখের দিকে তাঁকিয়ে দেখো?
আমি বললাম দেখছি -
তারপর তোমার চোখে চোখ রাখতেই
আমি হলাম রোমাঞ্চিত
আর বললাল তোমার চোখে আমি সমুদ্র দেখি;
সত্যিই বলছো?
আমি বললাম কেন বিশ্বাস হচ্ছেনা?
তুমি বললে এসো আজ আমরা দুজন স্নান করি সেই সমুদ্রে..