জীবন জয়ের গানে তুমিও এসো নীলাঞ্জনা এই ভাঙা ঘর এই আমার সংসার, এই ঘরে চালের ফুঁটো দিয়ে রাতের চাঁদ দিনের সূর্য দেখা যায়;
এসো সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখি।


সুখ কি চোখে দেখা যায় নীলাঞ্জনা
নাকি সেটিতো অনুভব করতে হয়?
জীবনকে উপভোগে আমার যা আছে তা নিয়েই যে আমি সুখ অনুভব করি।


এই ঘর এই সংসার, সবার চাওয়া পাওয়ার হিসেব যদিও মেলাতে পারিনি হয়তো কিন্তু এই ঘরে আমরা সুখী।


ভালোবাসার সে এক অবিনাশী পাওয়া  মুগ্ধতা ঘিরে দাঁড়িয়ে থাকে চিরনতুন গানে, তুমিও এসো নীলাঞ্জনা এসো
জীবন জয়ের গানে
আমরা দুজন সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখবো।