একাকি আমায় গিয়ে খায়।
আমি থমকে যাই থেমে যায় জীবন গতি
এখানে তোমাকেই হয়তো বড় প্রয়োজন ছিল
কিন্তু তুমি নেই, নেই কোথাও!
সবকিছু ভুলে কি থাকা যায়? আমিতো বলি ভুলে থাকতে চাইলেই ভুলে থাকা যায় না
জীবনতো নদীর মতো, নদীর মতো চলমান জীবনে কতটা বদলে যাও তুমি? আজ আমার বড় জানতে ইচ্ছে করে; আমি একা শুধুই একা এখানে কেউ নেই
নেই তুমিও! থাকবে কেমন করে সব কিছুই ভুলে থাক ভুলে গেছ অতিত। তোমারতো থাকবার কথা ছিল পাশে আমারি সে কথা তুমি রাখনি! তুমিইতো বলেছিলে:
ভালোবাসার কাছ পরাজিত নাই হলে থাকলে তাহলে কেমন করে বলবে সেটাই ভালোবাসা?
বিশ্বাস তোমাকে করতেই হবে কারণ বিশ্বাস মানুষকে স্বপ্ন দেখায়।
এখন হয়তো মনে নেই সেই কথা ভুলে তুমি থাকতেই পার কতটা ভুলে গেলে তুমি সুখি হতে পার ভেবে দেখেছ কখনো?
না প্রিয়তমা আমি যেমন আছি হয়তো ভালোই এ নিয়ে তোমাকে আর ভাবতে হবেনা-
এখানে তোমাকেই হয়তো বড় প্রয়োজন ছিল
কিন্তু তুমি নেই, নেই কোথাও!
তবুও তুমি ভালো থেকো শুভময় অনুভুতি তোমায় স্পর্শ করুক অনাবিল ভালোবাসায় ভরে থাক তুমি আর আমি আছি হয়তো যেভাবে কেটে যায় জীবন।