ছুঁয়ে দেই হাত
ভালোবাসার বিশ্বাসে হৃদয়ের আলিঙ্গনে।
আমি পরাজিত হই ঘাস যেমন শিশিরের কাছে তৃষ্ণা মেটায়
মনে হয় সে রকম অনুভুরি আমারো তৃষ্ণা জাগে সমস্ত শরীরের ভাজে ভাজে।
সুপূর্ণিমার প্রগাঢ়তা আমাকে জাগিয়ে প্রেমিক বেশে তোমার বিরহে
এসো প্রাণপ্রিয় সখি আজ জোছনার প্লাবনে ভিজি দুজনা প্রমদ আমোদে!
জীবনের শুভময় দিনে তুমি আর আমি সরল অনুভবে আবিষ্কার করি লুপ্ত হয়ে থাকে অবিনাশী গান, সাজানো সংসার, মোটা ভাত ফসলি জমি আগত আমাদের প্রজন্ম।
এসো প্রিয় সখি হাতে রেখে হাত কামনার চৈতন্য মুখুরে ভাসি এই শুভময় মুহূর্তে।
তোমার ঘামাক্ত্ব শরীরের গন্ধে আমি আজ মুগ্ধ হয়ে ফিরে যাই ভালোবাসার প্রগাঢ়তায়।