দূরে থাক তুমি
দেখা হয়নি কতদিন, কতদূরে
গেলে তৈরি হয় দূরত্বের
দেয়াল? ভালবাসা কি
কাছের কোন বিরহ, বুকে
যেন চাপিয়ে দেয়া পাষাণের
মত কিছু?


দূরে থাক তুমি
সীমানাবিহীন দূরত্ব, বিরহী
বাতাস কাঁদায় কাজল মাখা
চোখ দুটো ভেজায়, তবে
ভালবাসা লুকিয়ে কান্না?
অনুভূতির মৃত্যু হলে পরাভূত
হলে প্রেম।


সীমানায় চাপিয়ে ইট যেন
পাষাণসম দুঃখ গাথা প্রেম
কি সেই পাষাণ! দূরে থাক
তুমি দেখা হয়নি কতদিন,
কতটা দূরে গেলে তুমি সুখী
হতে পারো কতটা দূরে গেলে
বাড়বে দূরত্বের দেয়াল।


বিক্রমাদিত্য গুপ্ত


__________
লালমনিরহাট
০৫.০৫.২০২৪