জাকিয়া রিপা-কে


কি ভেবে এলে আজ এই মধ্যে দুপুরবেলা ছিলাম একা ভালোইতো নিজেকে লুকিয়ে! এলে অন্ধকারে, থাকতে পারবেতো? আমি যে অন্ধকার নেই আলো এতটুকুও আমার এই কুঁড়েঘর আগে কেউ আসেনি! আসবে কেন আসবাবতো কথা ছিলোনা। আমাকে নিয়েই আমার ভয় ভাবতে পারো পরাজিত জীবনের কাছে! আর আসবেনা তুমি এই অন্ধকার ঘরে, একাই ছিলাম থাকবো একা এসোনা কাছে থেকো দূরেই।