আসে আবীরমাখা রঙে
নক্ষত্র ভরা রাতে আসে বাসন্তিকা
অনুভবে প্রগাঢ়তা বিশ্বাসে জয় করে ভালোবাসা
না এখানে বসন্তের কোকিল নয়
ফুলের গন্ধে পাগল নয় কোন ভ্রমর
সত্য সুন্দরের গানে প্রাণ খুঁজে
এখানে প্রেম আর প্রীতি কবি আর কবিতায়।
রাতজাগা প্রেমিক হয়ে কবিতা লিখে বিরহী কবি
মনের মাধুরীমাখা রঙে কবি আজ প্রেমিকাকে খুঁজে কবিতার প্রতিটি চরনে।
স্বপ্ন আসে তারুণ্যে কবিতো জীবনকে জয় করতে লিখে অবিরাম
কবি আজ হয়ে যায় বিপ্লবী প্রেমিক জোছনার প্লাবনে ভিজে শরীর আর মন।