সুনন্দিতাঃ
অরিন্দম ইদানীং অনেক বদলে গেছ তুমি
একটা পরিবর্তন দেখতে পাচ্ছি তোমার সত্যিই কী তুমি বদলে গেলে?


অরিন্দমঃ
শুধুই মিছে ভাবছ সুনন্দিতা আমি যা ছিলেম ঠিক আছি আগের মত। নিজেকে আর বদলাব কেন! তবে ইদানীং কেন জানি ভাবতে ভালোলাগেনা।


সুনন্দিতাঃ
আরে ওটাই তোমার পরিবর্তন আগের মত আমাকে আর সময় দাওনা এরিয়ে যাবার চেষ্টা কর
প্রশ্ন করলে উত্তর না দিয়ে এরিয়ে যাও!


অরিন্দমঃ
ভুল ভেবে কেন কষ্ট পাচ্ছ বলতে পার সুনন্দিতা?
আমি ঠিকই আছি কোন বদলে যাইনি। অবস্য ভালোবাসার মানুষ আমি তোমার তাই মিছে ভাবনা তোমার আমাকে নিয়ে।


সুনন্দিতাঃ
না অরিন্দম আমি সত্যিই বলছি
কেমন হয়ে যাচ্ছ, কাল তোমায় ডাকলুম পূর্ণিমা আলোকিত রাতে; বললুম এসো আজ দুজন ভিজি জোছনার প্লাবনে অথচ তুমি এলেই না!


অরিন্দমঃ
সুনন্দিতা কাল রাতে আমি কোথাও যাইনি ছিলেম একা ঘরে! বলতে পার লিখবার চেষ্টা করেছিলুম।কিন্তু কি আশ্চর্য কোন কিছুই লিখতেইই পারলুমনা!