আমি আর কবিতা লিখবনা প্রিয়তমা!
আমার কবিতা  হয়তো পারেনি তোমাকে মিথ্যে স্বপ্ন দেখাতে, পারেনি মিথ্যে আশায় কাউকে অপেক্ষায় রেখে অমাবস্যা মত দুঃস্বপ্ন হতে।
স্বপ্ন দেখাইনি প্রান্তিক জনগোষ্ঠীকে নিজের আখের গোছাতে।
যখন সবাই মিথ্যে স্বপ্ন দেখিয়ে রাতারাতি বদলে ফেলতে চায় সমাজ সংসার তাহলে আর কবিতা লিখে কি হবে বলতে পার প্রিয়তমা?
যে দেশের জন্য ত্রিশ লক্ষ মানুষ নিজেদের জীবন উৎসর্গ করে দুলক্ষ মায়ের বোনের সম্ভ্রম বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা সে দেশে কেন থাকবে বৈষম্য?
আমি কি সেই বৈষম্যহীন সমাজ গড়তে পারব কবিতা লিখে?
আমি আর কবিতা লিখবনা প্রিয়তমা!
যে দেশের জন্য সারাজীবন আন্দোলন আর সংগ্রাম করে কিংবা জেলের অন্ধকারে কাটিয়ে এনে দিয়েছে বাঙালী আত্মপরিচয় প্রাণের স্বাধীনতা। আর নরপশুর দল তাঁকেও হত্যা করেছে। সে দেশে কবিতা লিখে কি হবে?
আমি আর কবিতা লিখবনা প্রিয়তমা!