এক.
লুকিয়ে রাখা কষ্টগুলো
দেখবে কি করে কষ্টের কোন
পরিমাণ নেই যদি তা
দেখানো যেত তবেইনা তুমি
বুঝতে তাইতো লুকিরে
রেখেছি কষ্টগুলো।


দুই.
কতটা পথ হেটেছিলে হিসেব
করেছিলে, সব পথই কি
শান্তিময় থাকবে তারও কি
কোন কারণ আছে?
জীবনপথও সুখময় নয় সেও
তোমার জানা উচিৎ নয় কি।


তিন.
দূরে থেকে তৈরি হয় দূরত্বের
দেয়াল
এখানে থাকে বিরহী বাতাস
নতুন কোন সুবাসিত গন্ধে
পাগল হলে
পরাজিত লুকায়িত
ভালোবাসা।