এসেছিলে নিরব রাতে মেখে জ্যোৎস্নার আলো, আলো আধারের খেলায় আমিও মিশেছি হয়তো মেখেছি সেই আলো, সরল ভাবে বুঝতে ভালোবাসা তোমার।
রাত যতই গভীর হয় আলোয় ভরে উঠে পৃথিবী জ্যোৎস্নায়,
চাঁদ যে অবিনাশী শুধু বিলিয়ে দেয় ভালোবাসা মানুষের জন্য
অরণ্যের জন্য, আলোয় আলোয়
ভরায় চাঁদ।
একটা মোহ পেয়ে বসেছিলো
ভালোবাসা সে এক অনাবিল পাওয়া, তাই ভেবে মিলিছি তোমার সাথে, সত্যিই বলছি
বুঝতে পারিনি এযে ছলনা!
বুকের ভেতরে বসিয়ে দিলে
কৃষ্ণপক্ষ।
এখন ভাবি সত্যিই তুমি
কাল বৈশাখী লণ্ডভণ্ড করেছো আমার দশদিক, এখন দুঃস্বপ্ন
মিছে মায়া মিছে ভালোবাসা
সব ছিল যা নিয়ে এ কোন খেলায় মেতে ছিলে তুমি?