এই মায়া
এইযে তার ভালবাসা
মিলিয়ে দেয় প্রশান্তি,
এই গান এই প্রাণ মিশে থাকে
অবিনাশী প্রেমে
জড়িয়ে নেয় পরম
ভালবেসে, ভালবাসা আছে
বলেইনা এই সমাজ এই
সংসার বিশ্ব সংসারটাও তাই
চলছে।


এইযে মায়া এইযে তার ছায়া
এটাই যে প্রেম যা মনের
গহিনে জন্ম হয়ে যার জন্য
সেতো মানব মানবীর জন্ম
জন্মান্তর রূপান্তর মাত্র-
নদী যেমন সাগরের দিকে
ছুটে যায় মিলিত হতে
মানুষও তাই।


এই প্রেম এই ভালবাসা ছুঁয়ে
দেয় মনকে
যেখানে স্বপ্ন এসে বিশ্বাস
জাগিয়ে তোলে
মানুষতো স্বপ্নের সারথি প্রেম
তা জয় করে দেয় বিশ্বাস,
প্রেম ভালবাসায়-
রাগ অনুরাগ  বিশ্বাসের পথে
বাধা হতে পারেনা।