(কবি পত্রলেখা বিশ্বাসকে নিবেদিত)


আকাশ পেয়ে যায় চাঁদ কত প্রতিক্ষার পর মেঘেরা বিছিয়ে দেয় ভালবাসা, মেঘ বলে আমিও এই মিলন মেলায় তোমাদের কাছে এসেছি, আকাশ চাঁদকে ছুঁয়ে দেয় প্রশান্তির বিশ্বাস আর ভালবাসা এসে জয় করে দুজনকেই।


চাঁদ আর আকাশ মিলে যায় প্রগাঢ়তা খুঁজে ছুঁয়ে আনে বিশ্বাস, কত প্রতিক্ষা কত অপেক্ষা আকাশ বলে উঠে চাঁদকে একেই বলে ভালবাসা! অপেক্ষায় থাকি কত যে অপেক্ষা চাঁদ বলে এটিই যে ভালবাসা অপেক্ষা স্বপ্ন দেখায়।


এখানে স্বপ্ন আছে আকাশ আসে বিশ্বাস চাঁদ আছে বলেই আকাশ এতো সুন্দর, প্রতিক্ষা এই যে শুভমুহুর্ত উপভোগের এটাকে কি প্রেম বলে? আকাশ চাঁদ মিলিত প্রেমই জ্যোৎস্না আর এই জ্যোৎস্নার প্লাবনে ভিজতে চায় সবাই।