অপেক্ষা এখন আর স্বপ্ন দেখায় না
স্বপ্ন আছে জীবনপথে কিন্তু অপেক্ষা!
তুমি কেমন করে স্বপ্ন দেখো নীলাম্বরী
যে স্বপ্নের মাঝে নেই কেউই?
স্বপ্ন আর অপেক্ষা দুটো নিয়েই যদি
শেষ হয় রাতদিন তবে কোন স্বপ্নেরমোহে চলেছিল কবি,প্রেমিকা কিংবা প্রেমিক পুরুষ;
ভালোবাসলে জয়ি হতে হয় সৃজনে বিপ্লবে আর আত্মজয়ে।
বিশ্বাসে টির ধরলে মাটির মত ভেঙে যায় সমাজসংস্কার।