নীলাঞ্জনা
এই আনন্দ এই উচ্ছাস সবকিছু তোমাকে ঘিরেই আয়োজন;
এখানে স্বপ্নে আকেঁ রঙিন দিন ছুঁয়ে দেয় চিরন্তন বিশ্বাস, এই আয়োজন এই উৎসব সবই তোমাকে ঘিরে।


নীলাঞ্জনা
স্বপ্ন সুখের দিনবদল মানুষ স্বপ্ন দেখবেই জয় করবে দুঃখকে নিজেকে নিয়োজিত জীবন সংগ্রামে, প্রেম এসে দোলা দেয় জাগিয়ে চিরবসন্ত, কত দুঃখ জয় করে জয়ী হবে বলেই না প্রেমিক প্রেমিকা চিরন্তনী প্রেমের গানে সুরে সুর মেলায়।


নীলাঞ্জনা
উৎসবতো তখনই সত্যি হয় যখন তুমি আসো জাগিয়ে তোলো চারদিক, এই আনন্দ এই আয়োজন তুমি অতিথি, অনিন্দ্যসুন্দরে ভালবেসে গ্রহণ করো তখন সত্যি সার্থক হয় সমস্ত আয়োজন।