প্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী মুক্তি প্রসাদ'কে


অনুযোগ কিংবা অভিমান তুই করতেই পারিস!
যেখানে অভিযোগ অনুযোগ নেই সেখানে ভালোবাসা থাকে কি করে বলতে পারিস?
হৃদয়ের আকুতি একটু একটু বিশ্বাসে আঁকা সবুজ স্বপ্ন সেখানেই হয়তো লুকিয়ে থাকে অবিনাশী ভালোবাসা! সেটা কি হঠাৎ করে জন্ম নেয়া? না ভালোবাসা বিশ্বাসে আঁকে রঙিন স্বপ্ন থাকে নানা রকম রঙ একটা সময় আঁকড়ে ধরে বসন্তের মতোই এ যেন বাসন্তিকা!
অনেক স্বপ্ন দিনবদলের গান জীবনকে জয় করবার অদম্য ইচ্ছা এটা হয়তো তোকে দেখেই আমিও সেই পথে হাটবার চেষ্টা করে যাই এখনো।
কতটুকু হেটেছি আজও হিসেব করিনি; তবে হেটে যাচ্ছি অবিরত।
তুই যে স্বপ্ন দেখিস আমি হয়তো তার ধারেকাছে নেই তবে স্বপ্ন দেখতে জানি কোন বাধা নেই!
তাই স্বপ্ন সাজাই প্রতিদিন।
তোর গানে এখনো প্রাণ খুঁজে পাই আর জীবন জয়ের গানে একটু একটু করে এগুতে চাই।
এখনো কবিগুরু রবীন্দ্রনাথ কিংবা বিদ্রোহী কবি নজরুল আমাদের চেতনা জাগিয়ে রেখেছেন প্রবাসেও তুইও জেগে আছিস।
অনুযোগ কিংবা অভিমান তুই করতেই পারিস!
যেখানে অভিযোগ অনুযোগ নেই সেখানে ভালোবাসা থাকে কি করে বলতে পারিস?
অনুযোগ অভিমান তুই করতেই পারিস আর সেটা তোর অধিকার।