এই জীবনে কিছুই নেই
ওই জীবনে সব-
এভাবে আর কতদিন
রাখবে জীবন ভর...!

চাইলে তুমি দিতে পাও
এই জীবনে সব-
আমায় রেখে কেন তুমি
বাঁধো সুখের ঘর...??