লুট হয়ে যায় ভোরের স্বপ্ন
লুট হয় অনাহারী মানুষের শেষ সম্বল,
লুটেরা দল হাসে বিবেকহীন সমাজ খেয়ে ফেলে ঘুণপোকা।


পরাজয়ের শেষপ্রান্তে মানবতা
মোড়ল দেখায় যুদ্ধ যুদ্ধ খেলা
চেয়ে থাকে মানুষ মেনে নেয় মৃত্যু
যেন মৃত্যুই সব চাওয়ার পূরণ করে
জয়ী হয় তথাগতিত যুদ্ধবাজ।


মুক্তির আশায় রাস্তা জুড়ে যানজট,
চলে মিছিল মিছিল খেলা
ক্ষমতাধর দেশ চাপিয়ে যুদ্ধ নামন শান্তি
সাদাচোখে লাগিয়ে কালো চশমা
আমাদের দেখায় সাদা সাদা কালা কালা।