(নীলাঞ্জনাকে নিবেদিত)


যতই তোমাকে বোঝাতে চাই নিবিড় ভাবে বোঝাতে পারিনা! ভালবাসলে মনে সাহস রাখতে হয়; তুমি কেন বুঝতে চাওয়া ভালবাসা অবিনাশী তাকে যে ছুঁয়ে দেখতে হলে সাহস রেখে এগুতে হয়, যুদ্ধে নামলে কি পালিয়ে যাওয়া যায় সম্মুখ থেকে? ভালবাসো তবে কেন সাহসী হতে পারোনা।


অনন্ত পথ এখানে সবাই একা কেউ কারও জন্য নয়, এখানে তুমি যাকে আবিষ্কার করেছো জীবন জয়ের গানে তাকে তুমি গ্রহণ করো সুখি হবে, যে পথে নিজেকে একলা ভাবছো অথচ সেই পথের শেষপ্রান্তে তোমারই অপেক্ষায় রয়েছে সেই মানুষটা।


অবিরত প্রেমে ছুঁয়ে দেখো সুখ, প্রেমিক তোমার সেই যে অপেক্ষা যাকে তুমি হয়তো স্বপ্ন দেখিয়েছো নিজের অজান্তে, ভালবেসে সেই মানুষটা এখন সেই স্বপ্নে বিভোর, তুমিতো অনন্ত পথে বেড়িয়েছো কেন নিজেকে একা ভাবছো? সাহসী হও এগিয়ে যাও সামনের দিকে যে তোমার অপেক্ষায় এখনো এই পথের শেষপ্রান্তে।