না এভাবে সব মেনে নেয়া যায়না
অনেকতো দেখালে মিথ্যে স্বপ্ন
আবার চুরিও কর ফসলি জমি সবুজ প্রান্তর।
ভেবেছ শুধুই সূর্য সবসময় তোমাদের আলো দেবে?
আয়েসি জীবন তোমরাই ভোগ করবে?
যদি তাই ভেবে থাক তবে বড় বেশি ভুল করছ তোমরা;
সবাই এক সময় তেজোদৃপ্ত সূর্যের আলোয় জেগে উঠলে তখন কি হবে তোমাদের? মিথ্যাবাদী তোমরা।
যে শিশুর পিতাকে তোমরা হত্যা করেছিলে সে এখন প্রতিবাদী একজন।
নিজের চোখের সামনে মায়ের সম্ভ্রম হারানো দেখেছিল সেই মেয়ে এখন অপেক্ষায় আছে শুধুই সময়ের।
ভেবে দেখেছ কখনো সেই স্বজনদের কথা তারাও প্রস্তুত হচ্চে তখন তোমাদের কি হবে?
না এভাবে সব মেনে নেয়া যায়না
অনেকতো দেখালে মিথ্যে স্বপ্ন
আবার চুরিও কর ফসলি জমি সবুজ প্রান্তর।
অসমাপ্ত