অভিমান টুকুই দেখতে পাও
মন দিয়ে কি দেখো, বৈশাখী
বাতাসে এখন আর প্রাণের
স্পন্দন জাগায় না আমি
বাতাসের কাছে প্রাণ খুঁজি
যেখানে প্রাণের স্পন্দন
জাগানিয়া প্রাণ, তুমি বলো
আমি অভিমানী।


দখিণা জানালা খুলে চেয়ে
থাকি আকাশে মেঘরা আজ
কেন অভিমানী বৃষ্টি হতে
চায়না; প্রেম আর নদী
মাঝকানে বন্ধন না হলে
যাকে তুমি প্রেম বল সে প্রেম
প্রেম নয়, চৈত্র নয় এযে
বৈশাখ তবুও এখানে বাতাস
নেই, নেই প্রশান্তি বৃষ্টি।


অভিমান সব অভিমান নয়
আবেগ আর মনের মাধুরী
মাঝকানে তার ব্যবধান
বিস্তর, আমি অভিমানী যে
অভিমান তোমাকে ভুলিয়ে
দেয়না, তৈরি করেনা দূরত্বের
দেয়াল, অভিমানে লুকিয়ে
আছে প্রেম যে প্রেমে মিশে
থাকে মনের মাধুরী।


_________________
সাপটানা বাজার, লালমনিরহাট
কবি হাফিজুর রহমান হাফিজ'র বাড়িতে বসে লেখা।
২৬.০৪.২০২৪
দুপুর ১২টা