স্বপ্নগুলোকে চুরি করে নিয়ে যাও তোমরা?
বিক্রি হয় প্রতি রাতের নতুন স্বপ্ন।
আর কত মিথ্যা আশায় জাগিয়ে রাখবে।
মানুষ রূপি তোমরা কী আসলেই
মানুষ? দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায়! তোমরাই তারুণ্যেকে বিক্রি করে হয়ে গেছো কোটিপতি গড়েছ বিশাল অট্টালিকা দামি গাড়ি!
যে পিতা মাথার ঘাম পা'য়ে ফেলে সন্তান পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়ে মানুষ হতে
কিন্তু তোমরা সেই সন্তানকে দেখিয়েছিলে মিথ্যা স্বপ্ন -
বলেছিলে মানুষ হবে দেশের কাজে দশের কাজে সেই সন্তান এখন অমানুষ!
রাখতে পারেনি পিতাকে দেয়া কথা রাখতে। লক্ষ লক্ষ সন্তান আজ দিশেহারা শুধুই তোমাদের জন্য।। তোমরা কিভাবে মানুষ হলে এটা ভাবতেই লজ্জা পায় সেইসব সন্তানের মা; লুকিয়ে থুথু ছিটায় আকাশের দিকে তাঁকিয়ে...
সেই পিতা যার সন্তানকে মানুষ হতে পাঠিয়েছিল শিক্ষালয়ে!
তাঁর এখন কি অবস্থা তোমরা কি ভেবে দেখেছ কখনো? না খেয়ে না দেয়ে রিক্সা চালায়,
মা কাজ করে ক্ষেতে কিংবা রাস্তাঘাটে হাত বাড়ায় একটু অন্যের জন্য।
আর তোমরা যারা আমাদের স্বপ্ন চুরি করেছ তারাতো আয়েসি জীবন যাপন করছ।
মিথ্যা আশায় এখনো চুরি করছ সাধারণের স্বপ্ন!


অসমাপ্ত